ফ্রিল্যান্সিং শুরুতে কী প্রস্তুতি নেবেন?
- Posted by Antor
- Categories Beginner Guide
- Date September 29, 2025
- Comments 0 comment
ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে শুধু স্কিল শিখলেই হবে না। কাজ করার জন্য কিছু জিনিস আগে থেকেই প্রস্তুত রাখতে হবে – যেমন কম্পিউটার, ইন্টারনেট আর দরকারি সফটওয়্যার।
আজকে আমরা সহজভাবে দেখবো – একজন নতুন ফ্রিল্যান্সারের আসলে কী কী দরকার।
💻 কম্পিউটার (Computer)
কাজ করার জন্য একটা ভালো কম্পিউটার লাগবেই।
সাধারণ কাজের জন্য (ডাটা এন্ট্রি, লেখা, ছোটখাটো ডিজাইন):
প্রসেসর: Core i3 বা সমমানের
RAM: 8 GB
হার্ডডিস্কের বদলে SSD থাকলে অনেক ফাস্ট হবে
কঠিন কাজের জন্য (ভিডিও এডিটিং, বড় ডিজাইন, প্রোগ্রামিং):
প্রসেসর: Core i5 বা i7
RAM: 16 GB বা তার বেশি
আলাদা Graphics Card থাকা ভালো
👉 তাই তুমি কোন কাজ শিখতে চাইছো, তার ওপর নির্ভর করে কম্পিউটার বেছে নাও।
🌐 ইন্টারনেট (Internet)
ফ্রিল্যান্সিং এ ইন্টারনেট হচ্ছে প্রাণ।
স্পিড কম হলেও সমস্যা নেই, তবে ন্যূনতম 10 Mbps হলে ভালো।
ভিডিও কল, বড় ফাইল আপলোড করার জন্য 20–50 Mbps হলে আরাম করে কাজ হবে।
চেষ্টা করো একটা ব্যাকআপ ইন্টারনেট রাখতে (যেমন মোবাইল ডাটা), যাতে হঠাৎ নেট না গেলে কাজ বন্ধ না হয়ে যায়।
🛠️ সফটওয়্যার (Software)
তুমি কোন কাজ শিখতে চাইছো তার ওপর নির্ভর করে সফটওয়্যার লাগবে।
লেখালেখি / ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট: MS Word, Google Docs, Excel, Grammarly
ডিজাইন: Photoshop, Illustrator, Canva, Figma
ভিডিও এডিটিং: Adobe Premiere Pro, After Effects, CapCut
ওয়েব ডেভেলপমেন্ট: VS Code, GitHub, XAMPP
ডিজিটাল মার্কেটিং: Google Ads, Facebook Ads, Google Analytics
👉 শুরুতে সব সফটওয়্যার লাগবে না। তুমি যে স্কিল শিখবে, শুধু সেই অনুযায়ী সফটওয়্যার নাও।
🎯 শেষ কথা
ফ্রিল্যান্সিং শুরু করার আগে নিজের কাছে তিনটা জিনিস দেখে নাও:
একটা ভালো কম্পিউটার
স্টেবল ইন্টারনেট
দরকারি সফটওয়্যার
এই বেসিক জিনিসগুলো ঠিক থাকলে তুমি অনেক সহজে কাজ শিখতে পারবে এবং ক্লায়েন্টদের কাছে কাজ জমা দিতে কোনো ঝামেলা হবে না।
👉 মনে রেখো, ভালো টুলস মানে ভালো কাজ, আর ভালো কাজ মানেই বেশি সুযোগ!
You may also like
ডাটা এন্ট্রি কী? ফ্রিল্যান্সিং শুরুতে যা জানা দরকার
আজকের ডিজিটাল যুগে Data Entry একটি জনপ্রিয় ও সহজে শুরু করার মতো ফ্রিল্যান্স কাজ। অনেকেই ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করতে গিয়ে প্রথমেই জানতে চায় – ডাটা এন্ট্রি আসলে কী, এতে কী কাজ করতে হয় এবং কিভাবে শুরু করা যায়? এই ব্লগে …